ওভারভিউ
চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চরাঞ্চলে বসবাসরত অতিদরিদ্র পরিবাগুলোর সাথে কাজ করছে এবং ১০ লাখের বেশি পরিবারের জীবিকার উন্নয়নের চেষ্টা করছে। সিএলপি যৌথভাবে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ইউকে এইড এবং অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য বিভাগের অর্থায়নে পরিচালিত হয় । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পের পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ কর্তৃক এই কর্মসূচি বাস্তবায়িত হয় এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসি এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করে।
২০০৪ হতে ২০১০ সাল পর্যন্ত সিএলপির প্রথম পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয় এবং এটি যমুনা নদী তীরবর্তী জেলা সমূহ যথা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং জামালপুর জেলায় কাজ করে। সিএলপি-১, ৫৫,০০০ অতিদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করে এবং এর থেকে আনুমানিক ৯০০,০০০ এর বেশি মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। সিএলপির ইতিবৃত্ত জানতে এখানে ক্লিক করুন ।
সিএলপি-২ এর উদ্দেশ্য সমূহ
সি এল পি-১ এর কাজের ধারাবাহিকতায় ২০১০ সালের এপ্রিল মাসে পূনঃনির্ধারিত কর্ম এলাকা নিয়ে সিএলপি-২ এর কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে পুরাতন জেলাসমূহ তথা কুড়িগ্রাম, গাইবান্ধা, এবং জামালপুরের সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পাবনা, এবং টাঙ্গাইল জেলাকে সংযুক্ত করে কর্ম এলাকা পূনঃনির্ধারণ করা হয়। ৭৮,০০০ পরিবারকে অতিদারিদ্রসীমা থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে ২০১৬ সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে।











Visit Today : 65
Total Visit : 279413
Hits Today : 148
Total Hits : 1942495
Who's Online : 3