Logo
  • English
  • হোম
  • পরিবার
  • কর্ম এলাকা
    • পরিদর্শন
    • পরিকাঠামো
    • মার্কেটস ও জীবনযাপন
    • হিউম্যান ডেভেলপমেন্ট
    • স্টাফ
    • অংশীদার
  • কার্যক্রম
    • ম্যাপ অগ্রগতি
    • প্রগতি সারাংশ
    • মাসিক অগ্রগতি
    • ফলাফল
  • প্রকাশনা
    • কর্মসূচী
    • গবেষণা প্রতিবেদন
    • সংক্ষিপ্ত পাঠ
    • ত্রৈমাসিক এবং বার্ষিক প্রতিবেদন
    • সংবাদ আর্কাইভ
    • আমাদের মানচিত্র
    • উপকারী নথিপত্র
  • যোগাযোগ
  • ব্লগ

ওভারভিউ

VDC coaching centerচর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চরাঞ্চলে বসবাসরত অতিদরিদ্র পরিবাগুলোর সাথে কাজ করছে এবং ১০ লাখের বেশি পরিবারের জীবিকার উন্নয়নের চেষ্টা করছে। সিএলপি যৌথভাবে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ইউকে এইড এবং অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য বিভাগের অর্থায়নে পরিচালিত হয় । গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পের পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ কর্তৃক এই কর্মসূচি বাস্তবায়িত হয় এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসি এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করে।

২০০৪ হতে ২০১০ সাল পর্যন্ত সিএলপির প্রথম পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয় এবং এটি যমুনা নদী তীরবর্তী জেলা সমূহ যথা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং জামালপুর জেলায় কাজ করে।  সিএলপি-১, ৫৫,০০০ অতিদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করে এবং এর থেকে আনুমানিক ৯০০,০০০ এর বেশি মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। সিএলপির ইতিবৃত্ত জানতে এখানে ক্লিক করুন ।

সিএলপি-২ এর উদ্দেশ্য সমূহ

সি এল পি-১ এর কাজের ধারাবাহিকতায় ২০১০ সালের এপ্রিল মাসে পূনঃনির্ধারিত কর্ম এলাকা নিয়ে  সিএলপি-২ এর কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে পুরাতন জেলাসমূহ তথা কুড়িগ্রাম, গাইবান্ধা, এবং  জামালপুরের সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পাবনা, এবং টাঙ্গাইল জেলাকে সংযুক্ত করে কর্ম এলাকা পূনঃনির্ধারণ করা হয়।  ৭৮,০০০ পরিবারকে অতিদারিদ্রসীমা থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে ২০১৬ সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে।

চর জীবিকায়ন কর্মসূচির মূল বিষয়বস্তু সমূহ

উদেশ্য

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চরগুলোতে বসবাসরত প্রায় ১০ লাখ নারী, শিশু এবং পুরুষের জীবিকা, আয় এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়ন সাধন।

আমাদের কর্ম এলাকা সমূহ

কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, টাঙ্গাইল এবং জামালপুর।

আমরা যাদের নিয়ে কাজ করি

চরে বসবাসরত ৭৮,০০০ অতিদরিদ্র পরিবার এই সম্পূর্ণ সহায়তা প্যাকেজ গ্রহণ করে থাকে। চরের বৃহত্তর জনগোষ্ঠীও চর এলাকায় পরিচালিত নানাবিধ কার্যক্রম যথা- স্বাস্থ্যসেবা, গ্রাম সঞ্চয় ও ঋণ দল এবং কাজের বিনিময়ে অর্থ ইত্যাদি কর্মসূচি ইত্যাদির সুবিধা পেয়ে থাকে।

সুবিধাভোগী নির্বাচন মানদণ্ড

এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবার জন্য একটি পরিবারকে অবশ্যই এই সকল বৈশিষ্টের অধিকারী হতে হবেঃ -পরিবারটি ঐ চরে ন্যুনতম ৬ মাস ধরে বসবাস করছে, -পরিবারটির নিজস্ব কোন জমি নেই, - পরিবারটির কোন নিয়মিত আয়ের উৎস নেই, -পরিবারে দুইয়ের অধিক ছাগল/ভেড়া নেই; ১০ টির বেশি হাঁস-মুরগী নেই; কিংবা একটির বেশি অংশীদারি (বর্গা/আদি নেয়া)  গরু নেই, -কোন ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেনি, -অন্য কোন প্রকল্প হতে কোন আর্থিক অনুদান কিংবা সম্পদ গ্রহন করে না, -১৮ মাস ধরে সাপ্তাহিক মিটিং এ নিয়মিত অংশগ্রহণ করতে ইচ্ছুক।

মূল সহায়তা প্যাকেজ

চরে বসবাসরত ৭৮,০০০ পরিবাররকে তাদের পছন্দ মত ১৭,৫০০ (আনুমানিক ১৪৬ পাউন্ড) টাকা সমমূল্যের একটি আয় বর্ধনকারী সম্পদ প্রদান করা হয়, বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত পয়ঃনিস্কাশন সুবিধা প্রদান করা হয়, বন্যায় প্লাবিত সর্বোচ্চ উচ্চতার চেয়ে ৬০ সেঃমিঃ উঁচু করে বসত ভিটা করে দেয়া হয়, ১৮ মাসব্যাপি মাসিক হারে বৃত্তি প্রদান করা হয়, গ্রাম সঞ্চয় এবং ঋণ দলে অন্তর্ভুক্ত করা হয়, নির্দিষ্ট সূচি সহ ১৮ মাস স্থায়ী  একটি সামাজিক উন্নয়ন দলে অন্তর্ভুক্ত করা হয় (যা ২০-২৫ জন নারী অংশগ্রহণকারীর সমন্বয়ে গঠিত হয়), জীবিকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সিএলপির স্বাস্থ্যসেবা সুবিধা পাবার জন্য বিভিন্ন ভাউচার প্রদান করা হয়।

সময়কাল

২০১০-২০১৬।

সমন্বয়কারী প্রতিষ্ঠান

ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প পিএলসি।

পৃষ্ঠপোষক এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পের পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ কর্তৃক এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

সাংগঠনিক কাঠামো

চর এলাকায় সেবা প্রদানের জন্য সিএলপি স্থানীয় এনজিও (কিংবা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা/আইএমও) দের সাথে যোগাযোগ করে। জেলা অফিসের কর্মীগণ এসব প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর কাজ তদারকি করেন এবং তাদের নির্দেশনা প্রদান করে। সমন্বয়কারী কর্মীগণ অর্থাৎ যারা নীতি নির্ধারণ করেন তারা পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত অফিসে বসেন।

দাতাগোষ্ঠী

ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফাইডি) মাধ্যমে ইউকে এইড এবং অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য বিভাগ (ডিএফএটি) এই কর্মসূচিতে অর্থায়ন করে।

তহবিল

৭৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (ডিএফাইডি এর পক্ষ থেকে ৭০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এবং অস্ট্রেলিয়ান এইড এর পক্ষ থেকে ১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার)।

Gov Logo
Max well Logo
Australian Logo
Uk Logo

Reducing Extreme Poverty on the Riverine Island of North West Bangladesh

© Chars Livelihoods Programme. CLP Secretariat, Rural Development Academy Campus. Bogra 5842, Bangladesh.

Email: info@clp-bangladesh.org

Visitors

279413
Visit Today : 65
Total Visit : 279413
Hits Today : 148
Total Hits : 1942495
Who's Online : 3

5,558 total views, 1 views today